নড়াইলে শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে ৩৩ জন হরিলীলামৃত স্কুলের শিক্ষককে সম্মানী প্রদান করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকালে কুড়িগ্রাম রূপগঞ্জ নিশিনাথতলা মন্দিরে হরিগুরু চাঁদ মুতুয়া মিশনের সভাপতি, মতুয়া অসীম পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় আরোও বক্তব্য রাখেন, মতুয়া মিশনের উপদেষ্টা মতুয়া রত্ন বাবু অশোক কুন্ডু, মতুয়া মিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুৎ কান্তি বিশ্বাস, নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, নড়াইল জেলা জামায়াত আমীর অ্যাড. আতাউর রহমান বাচ্চু ও জেলা সনাতনী ফোরামের সভাপতি রাজিব বিশ্বাস প্রমুখ।