ঢাকাWednesday , 9 July 2025
  1. #লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের মিরপুর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কুষ্টিয়ার খবর
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাস

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

Link Copied!

আগামী ১০ জুলাই থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজ মাঠে গড়ানোর আগেই দুঃসংবাদ পেল লঙ্কানরা। শুরুর আগেই এই সিরিজ থেকে ছিটকে গেছেন ভানিন্দু হাসারাঙ্গা।

মূলত চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না হাসারাঙ্গা। তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পান তিনি। এই অভিজ্ঞ অলরাউন্ডারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে স্বাগতিকদের।

হাসারাঙ্গা ইতোমধ্যেই কলম্বোতে ফিরে গেছেন। সেখানে হাই পারফরম্যান্স সেন্টারে রিহ্যাব করবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে হাসারাঙ্গার বিকল্প হিসেবে কাউকে দলে নেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আগামী ১০ জুলাই হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে ১৩ জুলাই। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।