রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু রাষ্ট্র সংস্কারে ৩১ দফা নিয়ে বিএনপি’র লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত  মিরপুরে রব্বানের নেতৃত্বে বিএনপি’র বর্নাঢ্য র‌্যালী শেষে সমাবেশ অনুষ্ঠিত মিরপুরে নারী উদ্দোক্তাদের উদ্যোগে তৃণমূল ফুড, বিউটি ও ফ্যাশন কর্ণার এর উদ্বোধন। মিরপুরে বিএনপির ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মিরপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মিরপুরে ভোক্তা অধিকারের অভিযান-পাঁচ দোকানীকে জরিমানা মিরপুরে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ৪২ জনকে সংবর্ধনা। মিরপুরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ দৌলতপুরে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি স্কোয়াডে পরিবর্তন

Reporter Name / ৪২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:২৩ পূর্বাহ্ন

ক্রীড়া ডেস্কঃ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে গোয়ালিয়রে আজ(রবিবার) মাঠে নামছে বাংলাদেশ। গোয়ালিয়রে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই স্কোয়াডে পরিবর্তন এনেছে ভারত। শিবাম দুবের পরিবর্তনে স্কোয়াডে ডাকা হয়েছে তিলক ভার্মাকে।

এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওই ইনজুরিতে পড়েছিলেন দুবে। যা তাকে দীর্ঘ সংস্করণের টুর্নামেন্টটি থেকে ছিটকে দেয়। জাতীয় দলে ফেরার মুহূর্তে আবারও একই চোটে পড়লেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। গত বছরের আগস্ট থেকে দুবে ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচ খেলেছেন দুবে। তবে আগস্টের পর দলে যুক্ত হওয়ার পর থেকে তিনি বেশ ধারাবাহিক। ওই সময়ে তিনি ২৩ ম্যাচে ৩১.৪১ গড় ও ১২৬.৯৩ স্ট্রাইকরেটে ৩৭৭ রান করেছেন। এর মধ্যে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ ক্যামিও এবং জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে দুটি অপরাজিত হাফসেঞ্চুরি। একই সময়ে বল হাতেও ৭ উইকেট শিকার করেছেন দুবে।

এদিকে, তার জায়গায় দলে ঢোকা তিলক ভার্মা এখন পর্যন্ত ভারতের হয়ে ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে ঘরের মাঠে জানুয়ারিতে আফগানদের বিপক্ষে খেলেছেন শেষ ম্যাচটি। মিডল অর্ডার ব্যাটার হিসেবে তিলককে দেখা গেলেও, পাশাপাশি তিনি পার্টটাইম স্পিন করেও উপযোগী ভূমিকা রাখতে পারেন। আজ প্রথম ম্যাচের সকালেই স্কোয়াডের সঙ্গে যুক্ত হওয়ার কথা তিলকের।

বাঁ-হাতি এই ব্যাটার ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩.৬০ গড় এবং ১৩৯.৪১ গড়ে ৩৩৬ রান করেছেন। এ ছাড়া পার্টটাইম স্পিনে শিকার করেন ২ উইকেট।

টি-টোয়েন্টি সিরিজে ভারতের পরিবর্তিত স্কোয়াড : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর