ঢাকাFriday , 18 July 2025
  1. #লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আজকের মিরপুর
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কুষ্টিয়ার খবর
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দুর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নির্বাচন

সাত কোটি টাকার ইয়াবাসহ ১৭ পাচারকারী আটক

Link Copied!

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

আটকরা হলেন- মো. আয়াস (২৫), রকিমুল্লাহ (২৫), নিয়ামতউল্লাহ (৩৫), মো. সাদেক (২৭), মো. আব্দুর রহমান (২৬), মো. নুর রশিদ (৩৫), রহিমউল্লাহ (৮৫), মো. আব্দুল্লাহ (২১), মো. আয়াস (২৩), মো. আইয়ুব (২০) ও আরাফাত (২০), মো. ইদ্রিস (৫৪), মো. সাবের আলী (৬৮), আরকানুল ইসলাম (২৩), আবু বক্কর (৩৮), মো. হারুন অর রশিদ (৪০) ও বেলাল (৪৮)।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় ২টি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক হলে থামার সংকেত দেয় কোস্টগার্ড। উপস্থিতি বুঝতে পেয়ে গভীর সমূদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া করে তাদের আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ২ হাজার টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেটসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।