সোমবার, ২০ মে ২০২৪, ০২:২০ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

সাবেক এমপির বাড়ির পাশে ককটেল বিস্ফোরণ, দুই শিশু আহত

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ

পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজুর বাড়ির পাশে ককটেল বিস্ফোরণ ঘটেছে।

এতে অভি (১০) ও মন্দিয়া (৮) নামে দুই শিশু আহত হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন।

রোববার (৭ মার্চ) দুপুরে জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই শিশু নাটিয়াবাড়ি ২৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও চরকান্দি গ্রামের দিলীপ কুমার সূত্রধরের সন্তান।

স্থানীয়রা জানান, দুপুরে অভি ও মন্দিয়া সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল।

এ সময় বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে পড়ে থাকা দুটি ককটেলসদৃশ বস্তু বিকট শব্দে বিস্ফোরিত হয়। আশপাশের মানুষের চিৎকারে লোকজন ছুটে আসেন।

ঘটনাস্থলে আঘাতপ্রাপ্ত অবস্থায় অভি ও মন্দিয়াকে পড়ে থাকতে দেখে তাদের হাসপাতালে নিয়ে যান তারা।

সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ককটেল বিস্ফোরণের বিষয়ে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং নগরবাড়ি ঘাট দখল নিতে আমার বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

অবিলম্বে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে প্রশাসনের কাছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি কুষ্টিয়া পোস্ট কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়। আহত দুই শিশুর খবর রাখা হচ্ছে।

কে বা কারা কি উদ্দেশ্যে সেখানে ককটেল রেখেছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।