সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১২ অপরাহ্ন
রাশেদুজ্জামান রিমন।।
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নওপাড়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উক্ত গ্রামের হাফিজুল ইসলাম হ্যাপির ছেলে সিয়াম (১২) বাড়ির পার্শ্ববর্তী বরিশাল খালে ডুবে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায় সিয়াম ও তার বন্ধুরা ওইখানে ডিঙ্গি নৌকা নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে সিয়াম নৌকা থেকে উল্টে পানিতে পড়ে যায়। এরপর সে পানির নিচে তলিয়ে যায়।
বিষয়টি সিয়ামের বন্ধুরা গোপন করে রাখে এবং পরিবারের কাউকে কোন কিছু জানায়নি। এদিকে পরিবারের লোকজন সিয়ামকে খোঁজাখুঁজি করতে থাকে।
পরে স্থানীয় জনগণ বরিশাল খাল থেকে সিয়ামের ভাসমান লাশ উদ্ধার কর। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান নাজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।