বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন
মিরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এঘটনায় এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৬ আগষ্ট) রাত ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবির সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৫৮৪৬) একটি বাস রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে এই মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
এসময় বাসটি অজ্ঞাত এক যুবককে (২০) চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আহত হয়েছেন বাসের এক যাত্রী। মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ১২টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
একজন অজ্ঞাত পথচারী বাসচাপায় নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এঘটনায় বাসের এক যাত্রী আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।