রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

নড়াইলে পটু হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সস্পাদক রেজাউল ইসলাম পটু হত্যা মামলার ৩ এজাহারভুক্ত আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৮ জুন) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত ছালেহ মোল্যা ছেলে বোরহান উদ্দিন মোল্যা (৫৫), একই গ্রামের মৃত আফজাল মোল্যার ছেলে ইকরাজুল মোল্যা (২৫), ছাব্বির মোল্যা (১৯)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ জুন রেজাউল ইসলাম পটুকে প্রতিপক্ষ ইজাজুল মোল্যার নেতৃত্বে ৮/১০ জন মিলে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত সিরাজুল ইসলাম পটু দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহত রেজাউল ইসলামের ভাই জসিম উদ্দিন মোল্যা বাদী হয়ে গত ১৪ জুন লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে যশোর ক্যাম্পের একটি গোয়েন্দা টিম এ মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।

এ বিষয়ে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উক্ত হত্যা মামলার আসামিদেরকয়েকজন নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার আড়িয়াবো এলাকায় অবস্থান করছে।

শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করি। পরে এদিন সন্ধ্যায় লোহাগড়া থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, রেজাউল ইসলাম হত্যা মামলার তিন আসামিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।