রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

মিরপুরে ১৫০ নারী উদ্যোক্তা পেলেন প্রশিক্ষণ ভাতা

আব্দুল মজিদ জোয়ার্দ্দারঃ
কুষ্টিয়ার মিরপুরে ১৫০ নারী উদ্যোক্তা পেলেন প্রশিক্ষণ ভাতা।

এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (রবিবার ২৭ আগষ্ট) সকালে অনুষ্ঠিত প্রশিক্ষনার্থীদের ভাতা প্রদান ও কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতাধীন মিরপুর উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ প্রাপ্ত ১৫০ নারী উদ্যোক্তাকে এই প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়ক মনিরুজ্জামান এর সঞ্চালনায় এবং জাতীয় মহিলা সংস্থা কুষ্টিয়া জেলা শাখার চেয়ারম্যান জেব-উন-নিসা সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা তথ্য আপা হাসি খাতুন,

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তকলিমা খাতুন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সোহেল রশিদ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা তথ্য আপা হাসি খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তকলিমা খাতুন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সোহেল রশিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়ক মনিরুজ্জামান। এসময়ে অতিথিবৃন্দ ১শ’ ৫০ জন প্রশিক্ষণার্থী হাতে ভাতার চেক তুলে দেন।


নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।