সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ অপরাহ্ন
দৌলতপুর প্রতিনিধি
জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. শারমিন আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।
দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মজনুল কবীর পান্নাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের বাক প্রতিবন্ধী শিক্ষার্থী মোছা. শারমিন আক্তারের আঁকা ছবি প্রধানমন্ত্রীর কার্ডে স্থান পেয়েছে। এই কৃতি শিক্ষার্থী দৌলতপুরের গর্ব বলে উল্লেখ করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।