সোমবার, ২০ মে ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

কুমারখালীতে নৌকার ক্যাম্পে আগুন


কুষ্টিয়ার কুমারখালীতে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়ানোর অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড লাহেনী পাড়ায় পুড়ে যাওয়া নৌকার নির্বাচনী এ অফিস পরিদর্শন করে প্রশাসন।
জানান যায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে উক্ত এলাকার নৌকার সমর্থক ও ট্রাক প্রতিকের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে রাতে দূর্বৃত্তরা নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়। সকালে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাতে উক্ত এলাকায় নৌকা ও ট্রাক প্রতিকের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা ও পোষ্টার ছেড়াছেড়ির ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর মধ্যে রাতের কোন এক সময় দূর্বৃত্তরা নৌকার এ নির্বাচনী ক্যাম্পে আগুনি দিয়েছে। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। পুলিশ দোষীদের আটকে চেষ্টা করছে।
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে নৌকা প্রতিকে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, ট্রাক প্রতিকে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।