সোমবার, ২০ মে ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

১৭৫ মণ জাটকা দেওয়া হলো এতিমখানায়

নিজস্ব প্রতিবেদকঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহন করার সময় ১৭৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

জব্দ করা জাটকা এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলারে করে এ অভিযান পরিচালনা করা হয়।

হাতিয়া দক্ষিণ জোন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইফতেখারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তার অংশ হিসেবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হাতিয়ার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ইঞ্জিনচালিত ট্রলার তল্লাশি করে ১৭৫ মণ জাটকা ইলিশ জব্দ করি।

তিনি আরও বলেন, জব্দ করা মাছগুলো তমরদ্দি কোস্টগার্ড টার্মিনালে এনে হতদরিদ্র লোকজন ও এতিমখানায় বিতরণ করা হয়। জাটকাবিরোধী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।