বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

মরা গাছের ‘মরণফাঁদ’

নিজস্ব প্রতিবেদকঃ

সড়কের দু’ ধারে অর্ধশত মরা গাছ। যখন-তখন সড়কে ভেঙে পড়ছে ডাল। মানুষ চলাচলের এ রাস্তার এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি-পাটকেলঘাটার আঞ্চলিক সড়কের প্রায় ৯ কিলোমিটার এলাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, রাস্তার দুই ধারে লাগানো গাছগুলো জেলা পরিষদের। ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে জেলার বিভিন্ন জনপদ। ঝড়ের প্রভাবে সড়কটির বড় বড় গাছ উপড়ে পড়াসহ অধিকাংশ গাছ দুমড়ে মুচড়ে যায়।

উপড়ে পড়া গাছ জেলা পরিষদ অপসারণ করলেও রাস্তার দু’ধারে দুমড়ে-মুচড়ে যাওয়া গাছ গুলো অপসারণ করেননি।

তারা আরও বলেন, টানা বৃষ্টিতে এলাকাটিতে দীর্ঘদিন জলাবদ্ধতার ফলে ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছগুলো মারা যায়। মারা যাওয়া এসব গাছ অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও কোনো লাভ হয়নি।

দুই বছর ধরে এ সড়কটির দু’ধারের মরা গাছগুলো এভাবেই পড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করছেন পথচারীরা এবং জমিতে আবাদ করছে রাস্তার পাশের জমির মালিকরা।

ইসলামকাটি গ্রামের ভ্যানচালক জাহিদ হোসাইন জানান, প্রতিদিন তাকে এ রাস্তায় চলাচল করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে।

কয়েকদিন আগের ঝড়ে একটি গাছের ডাল ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এজন্য তার আতঙ্ক আরও বেড়ে গেছে।

ভাগবাহ গ্রামের কৃষক জাবের হোসেন বলেন, রাস্তার পাশের জমিতে বোরো চাষ করছি। জমির পাশেই রাস্তার সব গাছগুলো মরে গেছে। তাই সবসময় ভয়ে থাকি কখন যে মরা গাছ মাথার উপর ভেঙে পড়ে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, গাছগুলো মরে যাওয়ায় মানুষের চলাচলের বিপদের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বিষয়টি জেলা পরিষদকে অবগত করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ওই সড়কের অধিকাংশ গাছ শুকিয়ে যাওয়ায় রাস্তার ওপর ভেঙে পড়ছে।

গাছগুলো কেটে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। দ্রুত মরা গাছ গুলো অপসারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।