বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

যুবকের হেপাটাইটিস বি পরীক্ষার রিপোর্টে এলো ‘অন্তঃসত্ত্বা’!

কুমিল্লা প্রতিনিধিঃ

‘হেপাটাইটিস বি’ পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২৫)।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘তিনি অন্তঃসত্ত্বা’। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃহস্পতিবার (৩ মার্চ) এ প্রতিবেদন দেওয়া হয়।

সবুজ মিয়া বলেন, ‘হেপাটাইটিস বি পরীক্ষার জন্য গত মঙ্গলবার (১ মার্চ) রক্তের নমুনা দিয়ে আসি। বৃহস্পতিবার (৩ মার্চ) পরীক্ষার ফলাফল আনতে গিয়ে দেখি, রিপোর্টে লেখা আমি অন্তঃসত্ত্বা। আমি পুরুষ; এগুলা কি করে হয়?’

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন বলেন, সারাদিন কত রোগী আসে। ভিড়ের মধ্যে একটা ভুল হয়ে গেছে। দেখছি কি করা যায়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান বলেন, যুবকের রিপোর্টে অন্তঃসত্ত্বা আসার বিষয়ে জেনেছি। বিষয়টি অপ্রত্যাশিত। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।