বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

পাখির বাসা খুঁজতে গিয়ে মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

তারা পাখির বাসা দেখতে পেয়ে একটি টিলার গর্তে ঢুকেছিল।

শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা রাবার বাগান এলাকার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-ভাটেরা পশ্চিম ইসলামনগর গ্রামের তছিবুর রহমানের ছেলে সুমন (১৪), একই গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১৫) ও করিমের ছেলে কবির আহমদ (৯)।

ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা শাহেদ মিয়া জানান, রাবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় পাখির বাসা দেখতে পেয়ে ওই তিন শিশু টিলার গর্তে ঢোকে। সেখানে ঢোকামাত্র মাটিধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।