বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

সার্জেন্ট দেখে পালাতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেলচালক

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ

মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র চেক করছিলেন ট্রাফিক সার্জেন্ট।

এ দৃশ্য দেখে উল্টো দিকে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন চালক। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তার আগেই বিআরটিসি বাসের নিচে পড়ে হাসপাতালে ঠায় হয় তার।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই মোটরসাইকেলচালকের নাম ইব্রাহিম হোসেন (১৮)।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, লালাপাড়া মোড়ে ট্রাফিক সার্জেন্ট গাড়ির কাগজ যাচাই করছিলেন।

এসময় তা দেখে শিবগঞ্জ থেকে আশা একটি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ না গিয়ে ঘুরিয়ে উল্টো দিকে পালানোর চেষ্টা করে।

ফলে ওই পথ দিয়ে আসা চলন্ত বিআরটিসি বাসের নিচে পড়ে যান মোটরসাইকেলচালক। এসময় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।

বিআরটিসির বাসচালক পালিয়ে গেলেও বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।