বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

জাটকা রক্ষার অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল সদর উপজেলার বুখাইনগর এলাকা সংলগ্ন কালাবদর নদীতে নৌপুলিশের ট্রলারে হামলার ঘটনা ঘটেছে।

এতে বরিশাল সদর নৌ-থানার এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর নৌ-থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ ও ট্রলার মাঝি সোহরাব হোসেন।

উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ জানান, জাটকা সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকরে দুপুরে তিনি এবং কয়েকজন নৌপুলিশ সদস্য ট্রলার নিয়ে টহলে বের হন।

এসময় খবর আসে অসাধু জেলেরা বুখাইনগর এলাকা সংলগ্ন কালাবদর নদীতে জাল ফেলে জাটকা ইলিশ ধরছে।

তারা ওই স্থানে গিয়ে কারেন্ট জালসহ দুটি নৌকা আটক করেন।

কিছুক্ষণ পর নৌকা ও জাল ছাড়িয়ে নিতে সেখানে তিনটি ট্রলারে করে ২৫-৩০ জন জেলে আসেন। কিছুটা দূরে ওই ট্রলারগুলো অবস্থান নেয়।

এরপর ট্রলার থেকে জেলেরা নৌপুলিশের ট্রলারে ইটপাটকেল ও বাঁশের খণ্ড নিক্ষেপ শুরু করে। ইটের টুকরোর আঘাতে তিনি ও নৌপুলিশের ট্রলারের মাঝি আহত হন।

এক পর্যায়ে জেলেদের আক্রমণের মাত্রা বেড়ে গেলে তারা সেখান থেকে চলে আসতে বাধ্য হন। পরে লাহার ঘাট এলাকায় এসে তিনি ও ট্রলার মাঝি চিকিৎসা নেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, খোঁজ নিয়ে জানা গেছে হামলাকারী জেলেদের বাড়ি মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ও আশপাশের এলাকায়। জড়িতদের শনাক্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।