বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

স্ত্রীকে খুন করে পালিয়ে ছিলেন ২৭ বছর

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ

রাজশাহীর তানোর উপজেলার ছায়োড় গ্রামের মৃত ভন্ডু মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৫৫)। খাবার দিতে দেরি করায় রেগে গিয়ে স্ত্রী বেংগী বিবিকে খুন করে পালিয়ে যান তিনি। 

শেষপর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে তার আগে তিনি দীর্ঘ ২৭ বছর পালিয়ে ছিলেন।

শনিবার (৩০ এপ্রিল) ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর থেকে নজরুলকে গ্রেফতার করা হয়।

রাজশাহী জেলার বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯৯৫ সালের ১৫ এপ্রিল সন্ধ্যায় বাড়ি ফেরেন নজরুল ইসলাম। এরপর স্ত্রীর কাছে রাতের খাবার চান তিনি।

খাবার দিতে দেরি হওয়ায় রেগে যান। এক পর্যায়ে স্ত্রীকে মাটিতে ফেলে পেটে ও বুকে লাথি দেন নজরুল। এতেই মারা যান বেংগী বিবি।

পরে এ ঘটনায় ১৯৯৫ সালের ২৭ মে তানোর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা। তবে ঘটনার পরই তিনি পালিয়ে যান নজরুল।

এরপর মামলার বিচারে আদালত নজরুলকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

কিন্তু নজরুল তানোর থেকে পালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজিজ নামে বসবাস শুরু করেন। নতুন নাম ও ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির কারণে এতদিন তার সন্ধান পায়নি পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পুরনো মামলার নিষ্পত্তির জন্য খোঁজ নেওয়া হয় নজরুলের।

বেশ কিছুদিন যাবত তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় খোঁজ মেলে সাজাপ্রাপ্ত নজরুল ইসলামের।

পলাতক থেকেই দ্বিতীয় বিয়ে করেন তিনি। পরে তিনি ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেন। মাঝে মধ্যে যেতেন চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে।

গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।