বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

মৌলভীবাজারে মজুত ৯১৬৮ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে মজুত করে রাখা ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মে) উপজেলার মুন্সীবাজারের মেসার্স সালাউদ্দিন স্টোর থেকে তেলগুলো জব্দ করা হয়। এসময় দোকানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযানে যান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমীন।

এসময় মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

অবৈধভাবে তেল মজুত করে রাখার অপরাধে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেল উপস্থিত জনসাধারণের মধ্যে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।

এ বিষয়ে মো. আল আমীন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।