বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

বাসাবাড়ি থেকে ১৮ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই উপজেলার নতুনবাজার সমতাঘাট এলাকায় একটি বাসা থেকে ১৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করে বনবিভাগ। সাপটির ওজন ২২ কেজি।

বুধবার (১ জুন) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অজগরটি অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, মঙ্গলবার (৩১ মে) সমতাঘাট এলাকায় কাশেমের বাসায় অজগরটি দেখা যায়।

তারা বনবিভাগকে খবর দেন। পরে বনবিভাগের সদস্যরা গিয়ে রাতেই সাপটি উদ্ধার করেন।

বুধবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের অরণ্যে অজগরটি অবমুক্ত করা হয়।

এ সময় কাপ্তাই বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগেও বেশ কয়েকটি অজগর ও বনবিভাগের উদ্ধার করা বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।