বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

সবজির আড়ালে গাঁজা চাষ করতেন তিনি

ফেনী প্রতিনিধিঃ

গাঁজা চাষ করার অভিযোগে মো. আবুল কালাম নামে এক চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাগান থেকে অন্তত তিনটি বড় গাঁজা গাছ জব্দ করা হয়।

শনিবার (৫ জুন) রাতে ফেনীর সোনাগাজী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কালাম সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হোনার বাপের দোকান সংলগ্ন মৃত মীর আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন। ওসি জানান, কালাম একজন গাঁজাসেবী। একসময় ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েন তিনি।

তাই নিজের বাড়ির পাশে সবজি চাষের সঙ্গে গাঁজার চাষ শুরু করেন তিনি। স্থানীয় এলাকাবাসী এতদিন গাঁজা গাছটিকে ফুলের গাছ ভাবলেও পরে গাঁজা চাষের বিষয়টি খবর পেয়ে যায় পুলিশ।

এরপর শনিবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাাঁজা গাছসহ কালামকে গ্রেফতার করে।

এদিকে কালামের পরিবার বিষয়টি অস্বীকার করে জানায়, কালাম শারীরিকভাবে অসুস্থ। গত বছর গাছ কাটতে গিয়ে সে গুরুতর আহত হয়ে বাড়িতেই থাকে।

তাঁর স্ত্রী নাসিমা আক্তার বলেন, আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ। সম্প্রতি বাড়ির পাশে সবজি চাষ করতেন। সবজি ক্ষেতে গাঁজা গাছ কে রোপণ করেছে আমরা জানি না।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।