বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:২১ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শার্শা প্রতিনিধি

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রবিবার (১৯ জুন) সকাল ৮টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুজ্জামানকে আটক করে। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে, কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০টি স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশে বেনাপোলের দিকে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে ঢাকা থেকে বেনাফোলগামী গাড়িটি থামিয়ে মনিরুজ্জামানকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বিভিন্ন কায়দায় বহন করা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।