বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদীর ভাঙন অব্যাহত

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বন্যার পানি পানি বৃদ্ধির সাথে সাথে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্ট ভাঙনে পলবান্ধা ইউনিয়নেরনয়াপাড়া, গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বসতভিটা, ফসলী জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হচ্ছে।

ভাঙন রোধে জরুরী ব্যবস্থানেয়ার দাবিএলাকাবাসীর।

রবিবার (১৯ জুন) বিকেল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, অব্যাহত ভাঙ্গণে পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নয়াপাড়া ৮টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙন অব্যাহত থাকায় পলবান্ধা সিরাজাবাদ নয়া পাড়া ফসলী জমি, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে।

গত কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ী, ফসলী জমি, রাস্তাঘাটসহ বহু স্থাপনা। এই সব এলাকার লোকজন ঘরবাড়ি সরিয়ে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতন জীবন যাপন করছে।

গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা ব্রহ্মপুত্র নদীর ভাঙন থেকে রক্ষা পেতে এলাকাবাসী বাঁশের পাইলিং দিলেও বন্যার পানির ঘূর্ণমান স্রোতে সেগলো ভেসে যাচ্ছে।

তাই নদী ভাঙন থেকে রক্ষা পেতে এলাকাবাসী জরুরী ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

ব্রহ্মপুত্র নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তাসহ ভাঙন রোধে স্থানীয় এমপি, মন্ত্রীসহ প্রশাসনের নিকট জরুরী ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পলবান্ধা

ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল ও গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা।

প্রশাসন জরুরি ভিত্তিতে ব্রহ্মপুত্র নদী ভাঙন রোধসহ ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে আসবেন— এ প্রত্যাশা এলাকাবাসীর ।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।