শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

সিলেটে বন্যা: পাঁচ দিনে ৯ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

বন্যা, বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিলেটে গত ৫ দিনে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া, বন্যায় নানাভাবে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কমপক্ষে ৮ জন ভর্তি আছেন।

মৃতদের মধ্যে সিলেট নগরীর রায়নগর এলাকায় গত শনিবার যুবলীগ নেতা টিটু চৌধুরী মারা যান।

কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ জন মারা গেছেন। বিশ্বনাথ উপজেলায় এক বছর বয়সী শিশু নৌকা থেকে পড়ে স্রোতে ভেসে গেছে।

সুনামগঞ্জের ছাতকে বন্যার পানির স্রোতে ৫ জন ভেসে গেছেন। ছাতকের স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিককে উদ্ধৃত করে ডা. হিমাংশু লাল রায় আজ সকালে এ তথ্য জানিয়েছেন।

একই জেলায় আরও ২ জন বজ্রপাতে মারা গেছেন।

ডা. হিমাংশু বলেন, গত ১৫ জুন বন্যা শুরুর পর থেকে সুনামগঞ্জের একটি ছাড়া আর কোনো উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই।

অধিকাংশ এলাকার সংবাদ আমাদের কাছে নেই। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।