বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

যতদিন মানুষের প্রয়োজন হবে, সুনামগঞ্জে ততদিন থাকবে সেনাবাহিনী’

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ

যতদিন মানুষের প্রয়োজন হবে সেনাবাহিনী সুনামগঞ্জে ততদিন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন।

তিনি আরো বলেন, যতদিন যাবে নতুন নতুন সমস্যা আসবে। সমস্যা দূর করে আরো ভালো করে কাজ করতে হবে।

জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে। দুর্যোগে সাহস নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ রাখছেন। এখনো অনেক পানিবন্দি আছে। যতদিন মানুষের প্রয়োজন হবে সেনাবাহিনী সুনামগঞ্জে ততদিন থাকবে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামর বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এরপর তিনি বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ জনকে খাদ্য সহায়তা দেন।

ত্রাণ বিতরণের আগে তিনি হেলিকপ্টার দিয়ে সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হক, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।