বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় কবিরাজের যাবজ্জীবন

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলায় কাজী শরিফ উদ্দিন (৬০) নামের এক কবিরাজের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুন) কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার এ রায় ঘোসণা করেন।

দণ্ডপ্রাপ্ত কাজী শরিফ উদ্দিন করিমগঞ্জ উপজেলার পূর্ব কান্দাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি বর্তমানে জেলহাজতে।

মামলার বিবরণে জানা গেছে, সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার এক কিশোরী গাজীপুরে গার্মেন্টকর্মী হিসেবে কাজ করতেন।

গত ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ওই কিশোরীকে (১৭) শারীরিক চিকিৎসার জন্য শরিফ উদ্দিন কবিরাজের বাড়িতে নিয়ে আসেন তার মা। এ সময় মাকে বাইরে বসিয়ে রেখে নিজের ঘরের ভেতরে নিয়ে চিকিৎসার নামে ধর্ষণ করে কবিরাজ।

পরে ওই কিশোরী বিষয়টি তার মাকে জানায়।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে একই দিন করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আদালতে চার্জশিট দেয়।

সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।