বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

কালীগঞ্জে কাউন্সিলর ইসমাইল হত্যায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিনজনকে বেকসুর খালস দিয়েছেন আদালত।

বুধবার (২৭ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শওকত হুসাইন এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাহাজান একই উপজেলার চাপালি গ্রামের লুৎফর রহমান’র ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন ২০১৪ সালের মে মাসের ১৩ তারিখে ফজরের নামাজ পড়ে বাইকে করে চাপালি গ্রামে ধানখেত দেখে বাড়ি ফিরছিলেন।

এ সময় আসামি শাহাজানহ অনান্যরা চাপালী সড়কে মোটরসাইকেল গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। পরে যশোর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিবরণে আরো জানা যায়, ওই ঘটনায় সেই দিন নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদি হয়ে চার জনকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ ৯ বছর চলাকালীন পর উভয পক্ষের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত শাহাজানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও আসামি আজিজার, আব্বাস আলী ও আতিয়ারকে এ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন।

মামলায় সরকারপক্ষে অতিরিক্ত পিপি আব্দুল খালেক ও আসামিপক্ষে রাশিদুল হাসান জাহাঙ্গীর মামলাটি পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।