বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

গৌরীপুরে ভোক্তা অধিকারের অভিযান

গৌরীপুর প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর কলতাপাড়া বাজারে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

এসময় এস কে এস প্রোডাক্টস নামে মুড়ির কারখানাকে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার ও নষ্ট চালের উপস্থিতি পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে আরেকটি জুস কারখানায় ঘন চিনি, নন ফুড গ্রেড কালার ও ফ্লেবারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিকেল পাওয়া যায়। আম ও লিচুর জুস তৈরি হচ্ছে, প্যাকেটে লেখা আছে ম্যাংগো পাল্প ও লিচু ব্যবহার করা হচ্ছে। কিন্তু কোথাও আম বা লিচু পাওয়া যায়নি।

এছাড়া কারখানার ঠিকানা ভুল দেয়া আছে। তাদের প্রোডাক্টের মোড়ক প্রাণ কোম্পানির ফ্রুটো এবং লিচুর মত। কারখানার মালিকের সাথে যোগাযোগ করা যায়নি।

সকল প্রোডাক্ট ২টি রুমে তালাবদ্ধ করে কারখানাটিকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এসময় স্থানীয় ইউপি মেম্বার হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে মালিককে অফিসে যোগাযোগ করার নোটিশ দেয়া হয়েছে।

এসময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।