শুক্রবার, ১০ মে ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

হিলি স্থলবন্দরে চাল আমদানি কমেছে

হিলি প্রতিনিধি

ভারতে চালের দাম বৃদ্ধি ও দেশে ডলারের দাম ওঠা-নামা করায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে চাল আমদানি।

ভারতে চালের দাম কমলে কিংবা সরকার শুল্ক কমালে চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।

জানা গেছে, সরকারি অনুমতি না থাকায় ভারত থেকে হিলিসহ সব বন্দর দিয়ে চাল আমদানি দীর্ঘদিন বন্ধ ছিলো। ফলে দেশের বাজারে হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পায়।

দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে গত ২৩ জুলাই হিলি বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার।

এই বন্দরে ১০ জন আমদানিকারক ৩০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পায়। তবে ভারতের বাজারে চালের দাম বেশি হওয়ায় এবং ডলারের মূল্য ওঠা-নামা করায় চাল আমদানিতে আগ্রহ কম এখানকার আমদানিকারকদের।

হিলি বন্দরের চাল আমদানিকারক শহিদুল ইসলাম জানান, সরকার যদি চালের ওপর শুল্ক তুলে নেয় বা কমায় তাহলে আমরা চাল আমদানি করবো।

অন্যথায় চাল আমদানি করবো না। কারণ এ অবস্থায় চাল আমদানি করলে আমাদের লোকসান গুনতে হবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ভারতে চালের বাজার বেশি এবং ডলারের মূল্য ওঠা-নামা করছে।

এ কারণে আমদানিকারকদের চাল আমদানির আগ্রহ নেই। তবে যদি ভারতে চালের দাম কমে এবং সরকারের বেঁধে দেয়া চালের ২৫ শতাংশ শুল্ক কিছুটা প্রত্যাহার করে নেয় তাহলে এসব আমদানিকারকরা চাল আমদানি করবে বলে আশা করছি।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে এ বন্দরে ২৯টি ট্রাকে ১ হাজার ১১৪ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।