বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

তিস্তার পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটারের উপরে

লালমনিরহাট প্রতিনিধি

ভরতের গজল ডোবা ব্যারাজের গেট খুলে দেয়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের পানি বিপদসীমার ১৪সেন্টিমিটারের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

তবে মঙ্গলবার (২ আগস্ট) সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করে। সোমবার রাতে ২৫ সেন্টিমিটারের উপর ছিলো।

মঙ্গলবার (২ আগস্ট ) বিকেল ৩টা তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি ৫২.৭৪ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে যা স্বাভাবিক ৫২.৬০ বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, উজান থেকে নেমে আসা ও ভারতের গজলডোবা ব্যারাজে পানি বৃদ্ধি পাওয়ায় গজলডোবার গেট খুলে দিয়েছে।

ফলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

তবে গতকালের তুলনায় আজ সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করে। গতকাল রাতে ২৫ সেন্টিমিটারের উপর ছিলো।

এদিকে পানি নিয়ন্ত্রণ করতে ব্যারাজ কর্তৃপক্ষ ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট খুলে দেয়া হয়েছে।

বর্তমানে বিপদসীমা ১৪সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকালের তুলনায় আজকে পানি কমেছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।