বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

ভোলায় বিএনপির নেতাকর্মীদের আগাম জামিন

ভোলা প্রতিনিধি

ভোলায় গত ৩১ জুলাই পুলিশ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতাকর্মী।

রবিবার (৭ জুলাই) দুপুরে হাইকোর্টের বিচারপতি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের দ্বৈত বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান ও ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস এসব তথ্য নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল আদালতে জামিনের পক্ষে শুনানি করেন। এসময় আদালতে একাধিক বিএনপিপন্থী আইজীবীরা উপস্থিত ছিলেন।

এ মামলায় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিএনপির সকল নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেন। আগামী ৬ সপ্তাহের মধ্যে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে শেষে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবকদল কর্মী আব্দুর রহিম নিহত হন।

পুলিশ ওই ঘটনায় ভোলা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।