বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

ইউএনওর সামনে পূজা উদযাপন পরিষদের দুই পক্ষের মারামারি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় দুই পক্ষের হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রবিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও মেয়র উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরকান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের দুটি কমিটি। যার একটির সভাপতি বিধান মন্ডল ও অপরটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস।

দুই কমিটির জন্য বিভিন্ন সময় প্রশাসনিক ও সামাজিক জটিলতা তৈরি হয়। বিষয়টি সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই পক্ষকে নিয়ে আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু বলেন, এখানে নতুন যোগদান করেছি। এখনো সবাইকে সেভাবে চিনি না। এখানে পূজা উদযাপন পরিষদের দুটি কমিটি।

প্রতিদিনই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে নালিশ করে। আবার তারাই আমাকে বলেছে সবাইকে নিয়ে বসে দুই পক্ষকে এক করে দিতে।

সেজন্যই সভার আয়োজন করা হয়েছিলো। কিন্তু হট্টগোলের কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করতে হয়।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।