বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

রংপুরে কিশোরীকে ধর্ষণ-হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ

রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

রবিবার (৭ আগস্ট) বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তারিক হোসেন এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নয়নুর রহমান টফি এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার নরসিংপুর বাউড়া কোর্ট গ্রামের মোতালেব হোসেনের কিশোরী কন্যার সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে নাহিদ হাসান প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

একপর্যায়ে তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে কিশোরী মেয়েটি ৪ মাসের গর্ভবতী হয়ে পড়ে।

বিষয়টি জানাজানি হবার পর কিশোরী মেয়েটিকে তার স্বজনরা নাহিদ হাসানকে বিয়ে করার জন্য জানালে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং নানান টালবাহানা শুরু করে।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২২ এপ্রিল আসামি নাহিদ হাসান কিশোরী মেয়েটিকে মোবাইল ফোনে ডেকে আনে। এরপর বাড়ির অদূরে ভুট্টা ক্ষেতে নিয়ে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে চলে যায়।

দুদিন পর নিহত মেয়েটির লাশ ভুট্টা ক্ষেতে দেখতে পেয়ে এলাকাবাসী মিঠাপুকুর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত মেয়ের বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ গ্রেফতার করলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নাহিদ হাসান।

মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামি নাহিদ হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়ে রায় প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।