শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

চালককে নদীতে ফেলে অটোরিকশা ছিনতাই

রংপুর প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় তিস্তা সেতুর ওপর থেকে চালককে নদীতে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মঙ্গলবার (০৯ আগস্ট) দিবাগত রাতে কাউনিয়ার তিস্তা সড়ক সেতুতে এ ঘটনা ঘটেছে। 

ছিনতাইয়ের শিকার অটোচালক আসাদুল ইসলামকে স্থানীয়দের সহযোগিতায় টহল পুলিশ উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। 

আসাদুল কুড়িগ্রামের রাজারহাট সদরের মেকড়টারি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

অটোচালক আসাদুল ইসলাম জানান, রংপুরের মাহিগঞ্জ সাতমাথা মোড় থেকে রাজারহাটের তিস্তা যাওয়ার কথা বলে অটোরিকশায় চড়ে বসেন ১৮-২২ বছর বয়সী আট তরুণ। ৪০০ টাকা ভাড়া ঠিক করে রাজারহাট তিস্তা এলাকায় পৌঁছে দেওয়ার কথা হয়। 

তিনি আরও বলেন, অটোরিকশায় ওঠার পর কোথাও গাড়ি থামানো হয়নি। কিন্তু তিস্তা সেতুর ঠিক মাঝামাঝি পৌঁছালে গাড়ি থামাতে বলে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের কথামতো গাড়ি থামাতেই সবাই মিলে জোরপূর্বক পাঁজাকোলা করে সেতুর রেলিংয়ের ওপর দিয়ে মাঝ নদীতে ফেলে দেয়। 

এদিকে দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন ছুটে আসার আগেই তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চালককে ব্রিজ থেকে ফেলে দেওয়ার পর দেরি না করে তারা অটোরিকশাটি ঘুরিয়ে রংপুরের দিকে চলে যায়। এটি ছিনতাইয়ের ঘটনা বুঝতে পেরে ওই সময় টোলপ্লাজায় অবস্থানরত টহল পুলিশের সদস্যদের বিষয়টি জানানো হয়। 

ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে টোল প্লাজায় অবস্থানরত লালমনিরহাট সদর থানার এসআই রওশানুল খাবিরসহ টহল পুলিশ সদস্যরা দ্রুত একটি নৌকায় করে সেতুর নিচে গিয়ে নদীতে নামেন। নৌকার মাঝি আজিজুল ও পুলিশ সদস্য শ্যামল প্রবল স্রোতের মধ্যেই মাঝ নদী থেকে অটোরিকশা চালককে উদ্ধার করেন।

এসআই রওশানুল খাবির জানান, সাঁতার না জানলেও অটোচালক আসাদুল কোনো রকমে ব্রিজের পিলার জাপটে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন। আমরা খবর পেয়ে দ্রুত তাকে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। 

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।