বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

বেশি দামে আটা বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী শহরে বসুন্ধরা আটা (৫০ কেজির বস্তা) গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে সেন্টু রঞ্জন সাহা স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা শাখা।

বুধবার (১০ আগস্ট) বিকেলে পৌর বাজারে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১০ আগস্ট) বিকেলে পৌর বাজারে সেন্টু রঞ্জন সাহা স্টোরে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। 

এ সময় বসুন্ধরা আটা ৫০ কেজি গায়ের মূল্য ১৯৫০ টাকার স্থলে ২২০০ টাকায় বিক্রি করায় সেন্টু রঞ্জন সাহা স্টোরকে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ৫০০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও সুধারাম মডেল থানা পুলিশরা।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।