বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

২৭ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহের দীর্ঘ ২৭ বছর পর সুরুজ (৭০) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজুল হককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১০সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মিরপুর থেকে আটকের পর আসামিকে ওই রাতেই মেলান্দহ থানায় পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃত আসামি উপজেলার কোনামালঞ্চা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আজিজুল হক (৬৫)।

মেলান্দহ থানা সূত্র জানা যায়, ১৯৯০সালে পারিবারিক কলহের জেরে আসামি আজিজুল হক তার প্রতিবেশী সুরুজকে লাঠি দিয়ে মাথায় আঘাতের পর মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বাদীপক্ষ মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মেলান্দহ থানার সহকারী পুলিশ পরিদর্শক আলামিন বলেন, হত্যা মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। ১৯৯০সালে মামলার পর ১৯৯৫ সালে মামলাটির রায় হলে আসামির নামে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। দীর্ঘ ২৭ বছর পর র‌্যাবের সহযোগিতায় আসামিকে আটক করা হয়।

এবিষয়ে মেলান্দহ থানার ওসি মো.দেলোয়ার হোসেন বলেন, আটকের পর আসাসিকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।