বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

বিশ্ব ইজতেমায় ৯ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধিঃ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমা চলাকালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইজতেমার প্রথম পর্বে চারজন এবং দ্বিতীয় পর্বে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, প্রথম পর্বের ইজতেমা শুরুর আগের দিন অর্থ্যাৎ ১২ জানুয়ারি দুইজনের মৃত্যু হয়েছে। এরপর ইজতেমার প্রথম দিন অর্থ্যাৎ ১৩ জানুয়ারি একজন এবং দ্বিতীয় দিন ১৪ জানুয়ারি আরও একজনের মৃত্যু হয়। তবে প্রথম পর্বের আখেরি মোনাজাতের দিন কারও মৃত্যু হয়নি। এরপর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরুর দিন অর্থ্যাৎ ২০ জানুয়ারি তিনজনের, দ্বিতীয় দিনে একজনের এবং শেষ দিনে আরও একজনের মৃত্যু হয়।

ইজতেমা ময়দানে মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা, ওষুধপত্র সরবরাহে স্বাস্থ্য বিভাগ পরিচালিত মেডিকেল ক্যাম্পের বহির্বিভাগে মোট ২ হাজার ৯৪১ জন, দন্ত বিভাগে ১৪৮ জন এবং জরুরি বিভাগে (প্রাথমিক সেবা) ৯২৫ জন চিকিৎসা সেবা নিয়েছেন।

এছাড়াও কার্ডিয়াক সেবা নিয়েছেন ৯০ জন, অ্যাজমা সেবা নিয়েছেন ৮২ জন, ট্রমা ও অর্থো সার্জারি সেবা নিয়েছেন ১১৪ জন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩৮ জন ও বার্ন হয়ে ১৩ জন সেবা নিয়েছেন। এ ছাড়া ইজতেমা মেডিকেল ক্যাম্প থেকে ৯৪ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।