বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:০০ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

বগুড়া-৬ আসনে জামানত হারালেন হিরো আলম

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।

কিন্তু এই উপনির্বাচনে হিরো আলম বগুড়া-৬ আসনে ৫ হাজার ২৭৪ ভোট পেয়েছেন। এতে জামানত রক্ষার জন্য তার প্রয়োজন ছিলেন ১১ হাজার ৪৬৮ ভোট। তবে বগুড়া-৪ আসনে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। সেখানে তিনি ১৯ হাজার ৫৭১ ভোট পেয়েছেন।

এ বিষয়ে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কমকর্তা মাহমুদ হাসান গনমাধ্যমে বলেন, ‘নির্বাচনে কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ৮ শতাংশ থেকে একটি ভোট বেশি পেতে হবে। এর কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।’

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।