বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

৩০০ বিঘা জমির ফসল পুড়ে ছাই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুন লেগে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পানবরজ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার বলেন, খাদিমপুর-বানাত খাল ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টাখেতে কেউ আগুন ধরিয়ে দেয়।

এতে আগুন ছড়িয়ে পড়লে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পানবরজ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটিরত অফিসার সেন্টি চাঁদ মিয়া কুষ্টিয়া পোস্টকে বলেন, বেলা ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে দুইটি ইউনিট ও আলমডাঙ্গা থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

দুই ঘণ্টার চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে মোট ক্ষয়ক্ষতির মোট পরিমাণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।