বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

তুর্কমেনিস্তানের বিপক্ষে সহজ জয় পেল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্কঃ

স্বপ্নের মতো শুরু! দেশের বাইরে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নেমেই মনে রাখার মতো এক জয় পেলো বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৭ দল। এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ম্যাচে বুধবার (২৬ এপ্রিল) তুর্কমেনিস্তানের বিপক্ষে মেয়েরা সহজ জয় পেলো, জিতলো ৬-০ গোলে। ম্যাচে গোলের দেখা পেয়েছেন পূজা, থুইনু মার্মা, রুমা আক্তার।  টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের পরের ম্যাচ আগামী ৩০ এপ্রিল। যেখানে ছোটনের শিষ্যরা লড়বে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল বাংলাদেশের মেয়েদের দাপট। শুরুর ৫ মিনিটের মধ্যেই তুর্কমেনিস্তানের জালে দু’বার বল পাঠায় বাংলাদেশ। ৩ মিনিটে পূজা দাসের গোলে লিড নেয় লাল-সবুজরা (১-০)। এরপর এই দাপট নিয়ে মাঠ ছাড়ে মেয়েরা।

খেলার পঞ্চম মিনিটে ফের তুর্কমেনিস্তানের জালে বল। এবার গোলটি করেন থুইনু মার্মা (২-০)। ৩৯ মিনিটে দলীয় অধিনায়ক রুমা আক্তার আরও এক গোল করে বাংলাদেশকে ৩-০ তে এগিয়ে দেন। গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা দ্বিতীয়ার্ধে পেয়েছে আরও তিন গোল। হাফডজন গোলের জয়ে দেশের বাইরে মিশন শুরু হলো অনূর্ধ্ব-১৭ দলের মেয়েদের!

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ডি গ্রুপে। গ্রুপের তিন দলের মধ্যে মাত্র একটি দল উঠবে পরবর্তী বাছাইয়ে। এই লড়াইয়ে ৩০ এপ্রিল মেয়েরা লড়বে স্বাগতিক সিঙ্গাপুরের সঙ্গে।

এমনিতে নারী ফুটবলে বেশ কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলে যাচ্ছে বাংলাদেশ। যদিও তাদের সেই চলার পথটা মসৃণ হচ্ছে না। কিছুদিন আগেই স্রেফ অর্থের দোহাই দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী দলকে অলিম্পিক বাছাই পর্বে খেলতে পাঠায়নি। স্বস্তির খবর তুমুল চাপে থাকা ফুটবল কর্তারা এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের জন্য সিঙ্গাপুরে দল পাঠিয়েছে। যদিও খবর হলো- সফরে শুধু বিমান ভাড়াটা দিচ্ছে ফেডারেশন। বাকি খরচ দিচ্ছে এএফসি!

জুঁই আক্তার, মাহালাতুই মারমা, সংগীতা রানী দাস, অর্পিতা বিশ্বাস, কানম আক্তার, অনন্যা মুরমু বীথি, রুমা আক্তার (অধিনায়ক), জয়নব বিবি, নাদিয়া আক্তার, রিতু আক্তার, কানন রানী, আরিফা আক্তার, মুনকি আক্তার, ঐশি খাতুন, মুন্নি, নুসরাত জাহান মিতু, পূজা দাস, সাগরিকা, সুলতানা আক্তার, সুরভি আকন্দ, মতি তৃষ্ণা রানী, থুইনু মারমা ও উমেলা মারমা।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।