বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

আজ মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, পরিসংখ্যান কে এগিয়ে

ক্রীড়া ডেস্কঃ

আজ বৃহস্পতিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে চীনের বেইজিংয়ে। মূলত ফিফা উইন্ডোর শিডিউল অনুযায়ী এশিয়া সফরে বেরিয়েছে দলটি। এরই মধ্যে চীনে পৌঁছে গেছেন মেসি-ডি মারিয়ারা।

চীনের বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে আটবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। অবশ্য ১৯৮৮ সালে প্রথম সাক্ষাতেই হারের তেতো স্বাদ পেয়েছিল লাতিন আমেরিকার জায়ান্টরা। পরের সাত ম্যাচের ৬টিতে জিতেছে আলবিসেলেস্তারা, বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।

দুই দলের দ্বৈরথে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। ১৯৮৮ সালে ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি ২০০৫ সালে, ৪-২ গোলে। ড্র হওয়া ম্যাচটির স্কোরলাইন ১-১।

২০০৭ সালের পর সবশেষ কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ক্যাঙ্গারুদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মেসি বাহিনী।

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ৮ বারের দেখায় সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল মেসির দেশ। তাদের ১৭ গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার গোল ৮টি।

উড়ন্ত আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধ নিতে পারবে কি অস্ট্রেলিয়া? কাতার বিশ্বকাপে বলতে গেলে আর্জেন্টিনাকে হারিয়ে দিচ্ছিল অস্ট্রেলিয়া। ঢিমেতালে শুরুর ম্যাচে দলকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। প্রতিপক্ষের ভুলে পরে আরো এক গোল পায় আকাশী-সাদারা।

তবে সহজ জয়ের দিকে এগিয়ে চলা ম্যাচে হঠাৎই মোড় নেয় নাটকীয়তা, ব্যবধান কমিয়ে আক্রমণের ধার বাড়ায় অস্ট্রেলিয়া। একেবারে শেষ সময়ে গোল তো প্রায় পেয়েই যাচ্ছিল তারা। বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ আর কোনো বিপদ হতে দিলেন না। এতে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় স্ক্যালোনির দল।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।