বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

সাংবাদিক নাদিম হত্যার মূলহোতা বাবুসহ আরও আটক ৪

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় আরও চারজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে দশজন আটক হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে বকশিগঞ্জ থানায় এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আরো ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অপর দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ তিস্তাপাড়া থেকে জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার মূলহোতা চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী হাতে আটক হয়েছে।

মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করলেও সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

এদিকে আটককৃত চেয়ারম্যান বাবুকে সাধুর পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম।

এছাড়াও সাংবাদিক নাদিম হত্যা মামলার ২ নাম্বার আসামি ইউপি চেয়ারম্যানের ছেলে ফাহিম ফয়সাল রিফাতকে বকশীগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

শনিবার সাংবাদিক নাদিম হত্যা মামলার আটককৃত ৯ আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ। ১৮ জুন রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গত বুধবার রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে চেয়ারম্যান বাবু বাহিনীর সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়।পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে নাদিমের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।