বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাজু আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের এনএস রোড়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা

মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদের ওপর সন্ত্রাসী হামলা করেন দৌলতপুরে তিনজনকে পুড়িয়ে হত্যা মামলায় অভিযুক্তদের স্বজনরা। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। আদালতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।

সাংবাদিক নেতা ও মানবাধিকার কর্মী হাসান আলী মানববন্ধনে বলেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এ ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে, যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ কাভার করতে পারেন।

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলম মওলা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি সনি আজিম, ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিদিনের সংবাদের রবিউল ইসলাম ইভান, বাংলানিউজটোয়েন্টিফোরের জাহিদ হাসান, দৈনিক সমকালের মিজানুর রহমান নয়ন, দৈনিক জনবাণীর রবিউল ইসলাম হৃদয়, ব্রেকিংনিউজের খালিদ সাইফুল,

দৈনিক বর্তমানের আমিন হাসান, দৈনিক লালন ভূমির রফিকুল ইসলাম, কুষ্টিয়া দর্পণের আসলাম আলী, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান, মাহাফুজ আহমেদ তৌহিদ, অর্থনীতি প্রতিদিনের সালমান, বিজনেস স্ট্যান্ডার্ড এর সুজন আহম্মেদ,

একাত্তর টিভির কোহিনুর ইসলাম, কুষ্টিয়ার সময়ের মোমিন ইসলাম, পরিবর্তন ডটকমের মেজবা উদ্দিন পলাশ, দৈনিক দি টিচারের খন্দকার বিদ্যুৎ হোসেনসহ বিভিন্ন দৈনিক পত্রিকা, টেলিভিশন, অনলাইন পোর্টালের সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।