সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:২০ অপরাহ্ন
আব্দুল মজিদ জোয়ার্দ্দারঃ
কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাক অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও শোক র্যালী শেষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম,
পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, সহকারী কমিশনার (ভুমি) হারুন অর রশিদ,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের পরিচালনায় এ সময়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম মাহমুদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন,
কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির মিরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার কুন্ডু, মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণত সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এতিমদের মাঝে খাওয়ার বিতরণ, ধর্মীয় উপার্সনালয়ে দোয়া মাহফিল করা হয়।