বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

কুমারখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া কুমারখালীতে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহা প্রভুর মন্দির পরিচালনা কমিটির সহযোগিতায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। বুধবার দিনব্যাপি এ দিবস পালিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে শ্রী শ্রী গৌরাঙ্গ মহা প্রভুর মন্দির প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূঁজা উদ্যাপন কমিটির সভাপতি নব কুমার দও’র সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ শংকর কুমার মজুমদার এর সঞ্চালনায় শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়।

থানা অফিসার ইনচার্জ মোঃ আকিবুল ইসলাম আকিব, বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনছুর মজনু, সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস, সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাবু সুধাংশু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাবু সুবোধ কুমার ঘোষ নিত্য প্রমুখ।আলোচনা শেষে লীলা কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।