শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচন ২০২৩-২৫: সাগর-রিপন পরিষদের ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কুষ্টিয়া প্রতিনিধিঃ

জমে উঠেছে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন কুষ্টিয়া প্রেসক্লাবের ২০২৩-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে সাগর-রিপন পরিষদের প্রতিদ্বন্দ্বীতাকারী ১৯ প্রার্থী উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার বেলা সাড়ে ১১টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক শাহ আলমের কাছে এ মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় মনোনয়নপত্র দাখিল করেন সভাপতি প্রার্থী কুষ্টিয়ার সাংবাদিকদের পরীক্ষিত নেতা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি বর্তমান সভাপতি আল মামুন সাগর। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেন দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক নেতা বর্তমান যুগ্ম সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন।

সিনিয়র সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক সাংবাদিক নেতা লুৎফর রহমান কুমার, সহসভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বর্তমান সিনিয়র সহসভাপতি নুরুন্নবী বাবু। এদিন সাগর-রিপন পরিষদ থেকে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন দৈনিক হাওয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক নেতা দেবাশীষ দত্ত। কোষাধ্যক্ষ পদে এদিন মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান নির্বাহী সদস্য একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক নেতা জহুরুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে সাগর-রিপন পরিষদ থেকে মনোনয়ন জমা দেন দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক সাংবাদিক নেতা মোকাদ্দেস হোসেন সেলিম, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বর্তমান প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নেতা তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেন দৈনিক দিনের শেষে পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি বর্তমান ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক সাংবাদিক নেতা নিজাম উদ্দিন।

নির্বাহী সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন প্রবীণ সাংবাদিক দৈনিক কুষ্টিয়া বার্তার সম্পাদক খাদেমুল ইসলাম, ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক, চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিকদের দাবী আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর আনিসুজ্জামান ডাবলু, ইন্টারন্যাশনাল পত্রিকার সম্পাদক বর্তমান যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট পি এম সিরাজুল ইসলাম, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক আব্দুল জিহাদ, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি নুরুল কাদের, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বর্তমান কুষ্টিয়া প্রতিনিধি এ এইচ এম আরিফ, দৈনিক মানবজমিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি বর্তমান নির্বাহী সদস্য দেলোয়ার মানিক, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এস এম রাশেদ ও কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার সম্পাদক খালিদ হাসান সিপাই।

নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে আগামী ২৫ সেপ্টেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। আগামী ৩০ সেপ্টেম্বর এ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।