বুধবার, ০৮ মে ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত

কুমারখালী প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় নারী এনজিও কর্মী নিহত হয়েছেন।

রবিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনজিও কর্মীর নাম শিমা খাতুন (৩২)।

তিনি কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুন প্রামাণিকের স্ত্রী ও দুই সন্তানের জননী। তিনি খোকসা ব্র্যাক অফিসে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনজিও কর্মী শিমা খাতুন আলাউদ্দিন নগর থেকে স্কুটি মোটরসাইকেল যোগে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। এসময় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুটিয়া এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত কুমারখালী থানার এসআই মো. মারুফ জানান, মোটরসাইকেলে চলন্ত এনজিও কর্মীকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. লিয়াকত আলী জানান, নিহতের মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।