বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

ঘূর্ণিঝড় ‘হামুন’ এর তাণ্ডবে কক্সবাজারে ৩৮ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

কক্সবাজার প্রতিনিধি

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে পুরো কক্সবাজার লণ্ডভণ্ড হয়ে পড়েছ। বাতাসের তিব্রতায় কক্সবাজার শহরসহ উপকূলীয় উপজেলা মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া, চকরিয়া, পেকুয়া এবং টেকনাফসহ প্রায় সব উপজেলায় ৩৮ বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। যেখানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ১০৫টি এবং আংশিক ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সংখ্যা ৩২ হাজার ৭৪৯টি। জেলায় দুর্গত মানুষের সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।

২৫ অক্টোবর, বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ সব তথ্য জানান।

জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে, ঘূর্ণিঝড় ‘হামুন’ এর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলার ৭১টি ইউনিয়ন ও কক্সবাজার, মহেশখালী পৌরসভা। হামুনের তাণ্ডবে পল্লী বিদ্যুতের ৩৫৪টি খুঁটি ভেঙে গেছে। বিকল হয়েছে ২৩টি ট্রান্সফরমার। ৪৯৬ স্থানে তার ছিঁড়ে গেছে। ৮০০টি স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, ইতোমধ্যে পৌরসভার ক্ষতিগ্রস্ত দেড়শত পরিবারকে ১ বান করে ঢেউটিন ও নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর দেশের উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় হামুন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।