বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

স্বর্ণ বার আত্মসাত: ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ফেনী প্রতিনিধিঃ

আটকের নামে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীর ২০টি সোনার বার আত্মসাতের ঘটনায় গ্রেপ্তারকৃত ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বুধবার (১১ আগস্ট) বিকেলে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী। গত মঙ্গলবার (১০ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

ফেনী জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা যাওয়ার পথে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশের কাছ থেকে ২০টি স্বর্ণ বার আটকের নামে নিজেরা আত্মসাত করেন ফেনী গোয়েন্দা পুলিশের ছয়জন কর্মকর্তা। গত সোমবার (৯ আগস্ট) ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার (১০ আগস্ট) রাতে ছয় পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম; সহকারী পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক; উপ-সহকারী পরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা। তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণ বার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ছয় পুলিশ কর্মকর্তাকে বুধবার (১১ আগস্ট) দুপুরে ফেনীর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে ওসি সাইফুল ইসলামের চার দিন ও বাকি পাঁচজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।