বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানাদি অবরোধের আওতামুক্ত

কুষ্টিয়া পোস্ট প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের কালী ও শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানাদি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিএনপি। শনিবার (১১ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৪৮ ঘণ্টার অবরোধে সনাতন ধর্মীবলম্বীদের কালী পূজা ও শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানাদি, গণমাধ্যমে ও সংবাদপত্রের বহনকারী গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতা মুক্ত থাকবে।

এদিকে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের ডাকা এক দফা দাবিতে চতুর্থ দফা অবরোধের আগে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে ৭টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।